ঘন ঘন দীর্ঘ মেয়াদী খরার মুখে পড়ছে মধ্যপ্রাচ্য
প্রকাশিত : ১৭:১৭, ৯ নভেম্বর ২০২৩
যেখানে আড়াইশ বছরে একবার খরা হতো, এখন সেখানে প্রতি এক দশকে একবার খরার মুখোমুখি হতে হচ্ছে সিরিয়া, ইরানের মতো দেশগুলোকে।
ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবুয়েশন গ্রুপের গবেষণায় বলছে, দীর্ঘ মেয়াদে তীব্র খরা এখন আর বিরল নয়। ইরাক, সিরিয়া ও ইরানের ওপর গবেষণায় গবেষকরা তুলে ধরেন কিভাবে বৈশি^ক উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে খরার প্রবণতা ও তীব্রতা বেড়েছে।
তারা বলছেন, আগে প্রতি ৮০ বছরের ব্যবধানে খরার মুখোমুখি হতো ইরান। এখন প্রতি ৫ বছরে একবার খরা মুখে পড়তে হচ্ছে দেশটিকে। এ পরিস্থিতির জন্য মনুষ্য সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেন গবেষকরা।
তারা জানান, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি যুদ্ধ-সংঘাত ও রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশগুলোর খরা মোকাবেলার সক্ষমতাও কমেছে।
এসবি/
আরও পড়ুন